মো: মাসুম রানা :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন সিলেটের জাফলংয়ের জৈন্তা হিল রিসোর্টে গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
পেশাগত নীতি, আত্মমর্যাদা ও সাংবাদিকতার মান বজায় রাখার আহ্বান জানিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও মর্যাদাপূর্ণ পেশা। সততা, নীতিনিষ্ঠা, আন্তরিকতা এবং পেশার প্রতি একনিষ্ঠতা দিয়েই সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাসুম রানা। কার্যকরী সভাপতি আশরাফুল আলম শরীফও উপস্থিত থেকে সহযোগিতা করেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় এবং পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথি ছিলেন জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং জয়ন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, সাপ্তাহিক বাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী এবং সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আল মামুন, উপদেষ্টা শাহনেওয়াজ তানভীর, সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল হামিদ, হুমায়ুন কবির তালুকদার, হারিছুর রহমান শিপলু, মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাইজুল, সুজন আহমেদ, ইসমাইল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান, জাকির হোসেন, আব্দুল হাকিম, জাহিদ হাসান, জাকারিয়া সিকদার, কামরুল হাসান রনি, মোসাঃ মুন্নি আক্তার, ওয়াসিম রেজা, সুলতানা সরকার, মুক্তারিনা, হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা ও বনভোজন শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।