ডেস্ক রিপোর্ট :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অনুমোদিত আয়কর আইনজীবী হিসেবে সনদ গ্রহণ করেছেন মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর। মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে তিনি এই গুরুত্বপূর্ণ পেশাগত সাফল্য অর্জন করেন।
এই সনদপ্রাপ্তির মাধ্যমে তিনি আয়কর আইন ও করসংক্রান্ত বিষয়ে পেশাগতভাবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করলেন, যা তার কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর বর্তমানে এনবিআর অনুমোদিত আয়কর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নিহোন-বাংলা জাপানিজ ভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
তার এই সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার পেশাগত জীবন ও সামাজিক কর্মকাণ্ডে সার্বিক সাফল্য কামনা করেন।
এসময় মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।