1. admin@nagorikchitra.com : admin :
August 26, 2025, 8:25 pm
শিরোনামঃ
হত্যা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন উৎসবমুখর পরিবেশে সিলেটের জাফলংয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত DocTime এবং Green Dot Ltd. -এর মধ্যে পার্টনারশিপ চুক্তি জ্ঞানচর্চা ও জনকল্যাণে নিবেদিত মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন, নতুন পথচলায় “দৈনিক নাগরিক চিত্র” সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, নতুন পথচলায় “দৈনিক নাগরিক চিত্র” শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭ উপজেলা ভোট কাল : সকল প্রস্তুতি সম্পন্ন ডুমুরিয়ায় ঘোড়া’র সঙ্গে আনারস’র লড়াই

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

Reporter Name
  • Update Time : Friday, May 3, 2024,

নিজস্ব প্রতিবেদক
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ১১ জন। ১. মোঃ শাহিন আলম গাজী (২৩), ২। জিআর-৪১০/১৮ (ডুমু) এর আসামী শুভ বিশ্বাস, ৩। সিআর-১১৫/২৩ (ডুমু) এর আসামী মোঃ হোসেন শেখ, ৪। জিআর-৯৪/২৩ এর আসামী জব্বার শেখ (৫৫), ৫। সিআর- ৫/২২ (ডুমু) এর আসামী রাকিবুল ইসলাম ফকির (৩০), ৬। পারিঃ জারিঃ ০৭/১৯ এর আসামী মোঃ রাজ্জাক মাহমুদ, ৭। সাজা সিআর-৫০০/২০ (ডুমু) এর আসামী ফারুক হোসেন বিশ্বাস, ৮। সিআর-৪৮৬/২৩ (ডুমু) এর আসামী অনুপম কুমার রায় (১৮) এবং ডুমুরিয়া থানার জিডি নং-১১৫, তারিখ-০৩/০৫/২০২৪ ইং, ধারা-১৫১ সিআরপিসি এর আসামী ৯। মোঃ সাকিব শেখ (২০), ১০। মোঃ মিনার মোড়ল (২২) ও ১১। মোঃ আছাবুর সরদার (২৮) কে গ্রেফতার করে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন শৃংখলা রক্ষায় নিয়মিত অভিযানের পাসাপাসি খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম(বার) এর নির্দেশনা অনুযায়ী ডুমুরিয়া উপজেলা নির্বাচনকে আরো কঠোর ভাবে কাজ করছে ডুমুরিয়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT