সাকিল আল ফারুকী
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত ভূমিকম্প টঙ্গীতে সৃষ্টি করে তীব্র জনআতঙ্ক। হঠাৎ কাঁপুনি টের পেয়ে মুহূর্তেই ভবন, দোকানপাট ও কারখানা থেকে ছুটে বের হন সাধারণ মানুষ। এই হুড়োহুড়িতেই ধাক্কাধাক্কি ও পদদলিতের ঘটনায় আহত হন শতাধিক ব্যক্তি। আহতদের বেশিরভাগকেই দ্রুত স্থানীয় টঙ্গী আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে দুপুরে উপস্থিত হন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন। তিনি একে একে দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন।
সুমন বলেন, “দুর্যোগের সময় রাজনীতি নয়, মানুষ মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়া জরুরি। এই পরিস্থিতিতে সবাইকে একতাবদ্ধ হয়ে আহতদের পাশে দাঁড়াতে হবে।”
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন
অফিস : বায়তুল খায়ের, (চতুর্থ তলা) ৪৮,এ-বি পুরানা পল্টন, ঢাকা-১০০০।
গাজীপুর অফিস : ছোটো দেওড়া, জয়দেবপুর, গাজীপুর -১৭০০