নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকতা শুধু খবর প্রকাশের পেশা নয়—এটি একটি দায়বদ্ধতা, এটি সমাজের দর্পণ। যেখানে অধিকাংশ গণমাধ্যম রাজনৈতিক ও বাণিজ্যিক চাপের মাঝে নীতি হারাচ্ছে, সেখানে মোঃ জাকির হোসেন একজন উজ্জ্বল ব্যতিক্রম। তিনি একাধারে বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ি, নির্ভীক কলাম লেখক এবং একজন আদর্শবান সাংবাদিক।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি দেশের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় বস্তুনিষ্ঠ, সাহসী ও সমাজ সচেতন সাংবাদিকতা করে আসছেন। তাঁর লেখনিতে উঠে এসেছে সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য এবং নিপীড়িত মানুষের জীবনসংগ্রাম। কলমের মাধ্যমে সত্য তুলে ধরাকে তিনি কখনোই আপোষহীনভাবে ধারণ করেছেন।
সাংবাদিকতা ও সমাজসেবার এই দীর্ঘ অভিজ্ঞতাকে ভিত্তি করে এবার তিনি নিজ উদ্যোগে একটি পূর্ণাঙ্গ দৈনিক পত্রিকা প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি “দৈনিক নাগরিক চিত্র”-এর প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। এটি কেবল একটি পত্রিকা নয়, বরং এক নতুন চিন্তা, নতুন প্রতিশ্রুতি—সত্য, ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর।
“সত্যের সন্ধানে, মানুষের পাশে”—এই মূলমন্ত্রে বিশ্বাসী নাগরিক চিত্র পাঠকের সামনে তুলে ধরবে এমন সব খবর, প্রতিবেদন ও বিশ্লেষণ, যা অন্যায়কে উন্মোচিত করবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মোঃ জাকির হোসেন মনে করেন,
“গণমাধ্যম যদি ভয় পায়, সমাজ ভয়ংকর হয়। তাই সত্য প্রকাশের জায়গায় কোনো আপোষ নেই।”
তাঁর নেতৃত্বে পত্রিকাটি যে বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে:
নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ
অনুসন্ধানী রিপোর্টিং
সমাজ সচেতন কলাম
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান
নতুন ও তরুণ লেখকদের অংশগ্রহণের সুযোগ
সম্পাদক হিসেবে তাঁর মূল লক্ষ্য—সংবাদপত্রের নৈতিকতা ফিরিয়ে আনা এবং গণমানুষের কথা বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা।
এর পাশাপাশি মোঃ জাকির হোসেন একজন মানবিক মানুষ হিসেবেও পরিচিত। সমাজসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস তার বহুদিনের। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, অসহায়দের সহায়তা, সামাজিক সচেতনতা—এ সবখানেই তিনি নিজে জড়িয়ে থেকেছেন নিঃস্বার্থভাবে।
মোঃ জাকির হোসেন ও “দৈনিক নাগরিক চিত্র” আমাদের মনে করিয়ে দেয়—একজন মানুষের সততা, সাহস আর কলমই সমাজ বদলের বড় হাতিয়ার হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন
অফিস : বায়তুল খায়ের, (চতুর্থ তলা) ৪৮,এ-বি পুরানা পল্টন, ঢাকা-১০০০।
গাজীপুর অফিস : ছোটো দেওড়া, জয়দেবপুর, গাজীপুর -১৭০০