সাকিল আল ফারুকী
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে জাতীয় দৈনিক সংবাদ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক হারিছুর রহমান শিপলুকে (৩৫) হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার পর গুরুতর জখম অবস্থায় শিপলুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শিপলু বাসন থানায় তিনজনের নাম উল্লেখসহ আরও ৭–৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নামীয় আসামিরা হলেন,১. মো. জাহাঙ্গীর আলম (৫৫), পিতা– সৈয়দ আলী শেখ ২. মো. আরিয়ান হোসেন (২৫) ৩. মো. শাকিব ইসলাম (৩০), উভয়ের পিতা– মো. জাহাঙ্গীর আলম, সাং— কলেজপাড়া, থানা— বাসন, গাজীপুর মহানগর।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ বাড়ির দক্ষিণ পাশে গ্যাস লাইনের কাজের জন্য শ্রমিক দিয়ে মাটি খনন করাচ্ছিলেন সাংবাদিক শিপলু। হঠাৎই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা শ্রমিকদের ওপর এলাপাথাড়ি হামলা চালায় এবং তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে শিপলু প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং পরে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে।
এসময় আসামি জাহাঙ্গীরের লোহার রডের আঘাতে শিপলুর মাথায় গুরুতর জখম হয়। একইসঙ্গে আসামি আরিয়ান তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। অপর অভিযুক্ত শাকিব তার পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিপলু চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও হুমকি দেয় হামলাকারীরা।
উল্লেখ্য, সাংবাদিক হারিছুর রহমান শিপলু গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থা (গাজীপুর জেলা)–র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন খান বলেন, “অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”