1. admin@nagorikchitra.com : admin :
January 15, 2026, 4:18 am
শিরোনামঃ
নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, ৮০ হাজার পিস ইয়াবা জব্দ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত হচ্ছে বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে ইসি টঙ্গী বিসিকের পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, ছুটি ঘোষণা অনিবার্য কারণে,জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ শিক্ষার্থীদের

রিয়াল মাদ্রিদের নতুন কোচ কে এই আরবেলোয়া

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026,

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারের পরই সাত মাসের কোচিং অধ্যায় শেষ হয় জাবি আলোনসোর। স্প্যানিশ এই কোচের বিদায়ের দিনই নতুন বস পেয়েছেন কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়ররা। রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিচ্ছেন আরবেলোয়া। চুক্তির মেয়াদ প্রকাশ করা হয়নি। আলোনসোর সঙ্গে ‘পারস্পরিক সমঝোতায়’ বিচ্ছেদের কথা জানিয়ে রিয়াল তাকে ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে সম্মানও জানায়।

এতদিন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। ২০২৫ সালের জুন থেকে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ–১ তে চতুর্থ স্থানে রয়েছে দলটি।
২০২০–২১ মৌসুমে ইনফান্তিল ‘এ’ দিয়ে আরবেলোয়ার কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর কাদেতে ‘এ’, পরে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত হুভেনিল ‘এ’র দায়িত্ব পালন করেন। ২০২২–২৩ মৌসুমে ট্রেবল জেতার নজিরও রয়েছে আলভারো আরবেলোয়া। ২০২৪–২৫ মৌসুমে আবারও হুভেনিল ‘এ’ নিয়ে লিগ জয়ের পর কাস্তিয়ার দায়িত্ব পান এই স্প্যানিশ কোচ। সেখান থেকেই এবার সরাসরি প্রথম দলে পদোন্নতি হয় তার।

খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা। স্পেনের জার্সিতে খেলেছেন ৫৬ ম্যাচ। ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলে।
কৌশলগতভাবে আরবেলোয়ার ফুটবল দর্শন আলোনসোর কাছাকাছি। তার পছন্দের ফরমেশন ৪-৩-৩। হাই প্রেসিং, আক্রমণাত্মক অবস্থান ও ম্যাচজুড়ে তার ফুটবলের মূল ভিত্তি। দলের পরিস্থিতি অনুয়ায়ী ৪-৪-২-১ ফরমেশনেও খেলান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT