ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মা-ছেলেসহ তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় দেশে ফিরবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিষয়টি নিহতদের স্বজন জানে আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানে গাড়ি উল্টে নিহত সাকিবুল হাসান, তার মা বিলকিস আকতার ও ভগ্নিপতি দিদারুল আলমের মরদেহ আজ বিকেলে ঢাকায় পৌঁছাবে।
এদিন রাতেই তাদের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হবে। পরদিন শুক্রবার বিকেল ৩টায় ফটিকছড়ির গ্রামের বাড়িতে নিহতদের নামাজের জানাজা শেষে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ওমানের সালালা ভ্রমণ শেষে রাজধানী মাস্কাটে ফেরার পথে তামরিদ এলাকায় গাড়ি উল্টে নিহত হন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ওমানপ্রবাসী শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার (৪০), তার একমাত্র ছেলে সাকিবুল হাসান সবুজ (২৩) ও মেয়ের জামাতা মুহাম্মদ দিদার (৩০)।

এ দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন নিহত সাকিবের স্ত্রী এবং ছোট বোন।