সাকিল আল ফারুকী 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর-৬ আসনের ভবিষ্যৎ কান্ডারী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের উদ্যোগে অসহায় ও এতিমদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে টঙ্গীর আমজাদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এতিম ও দুস্থ মানুষের হাতে কম্বলসহ খাদ্যসামগ্রী তুলে দেন আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন,আকবর হোসেন ফারুক,মোফাজ্জল উদ্দিন বিজয় সরকার,আমানুল্লাহ আমান,সিরাজুল ইসলাম সাথী,ইয়াছির রবিন,

মিন্টু রিগানসহ টঙ্গী পূর্ব থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।অনুষ্ঠানে দেশনেতা তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।