হুমায়ুন কবির।নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

‎ময়মনসিংহের নান্দাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন উপলক্ষে নান্দাইল উপজেলায় সপ্তাহব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ (২৬ নভেম্বর) রোজ বুধবার সকালে উপজেলা চত্বর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত উপস্থিত থেকে প্রদর্শনী শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেবেকা সুলতানা ডলি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.আবু সাদাত মোঃ সায়েম।

‎উক্ত শুভ ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের প্রদর্শনী স্থানীয় খামারি, উদ্যোক্তা ও যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সময় তিনি প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকারের গ্রহণ করা বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, উন্নত জাতের পশুপালন, টিকা ও সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির ব্যবহার খামারখাতে বিপ্লব ঘটাবে।

‎উক্ত প্রদর্শনীতে বিভিন্ন স্টলে ‎উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড় ও মহিষ, ‎ছাগল, ভেড়া, মুরগি, হাঁসসহ দেশীয় বিভিন্ন পাখি প্রদর্শিত হয়। এছাড়াও ‎দুধ, ডিম, মাংস উৎপাদন প্রযুক্তি,‎টিকা, ঔষধ, পশু খাদ্য ও সংরক্ষণ পদ্ধতি প্রদর্শিত হয়।

‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রদর্শনী উপলক্ষে সকালে বের করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক, খামারি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে সমৃদ্ধি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

জাতীয় প্রাণিসম্পদ ‎প্রদর্শনীতে নান্দাইল উপজেলার বিভিন্ন অঞ্চলের স্থানীয় খামারি, কৃষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ গ্রহণ করতে দেখা গেছে। এ সময় নান্দাইল উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এলাকার ছোট বড় খামারি সহ সর্বস্তরের জনগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।