সাকিল আল ফারুকী 

গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শিববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তাঁতী দলের অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজু।

এছাড়াও গাজীপুর মহানগর তাঁতী দল ও বিভিন্ন থানা তাঁতী দলের নেতাকর্মী ও নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।