মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টা :
গাজীপুরের শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়োগবিধি প্রণয়ন ও বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কর্মবিরতিতে নেমেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত কর্মচারীরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।কর্মচারীরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকা শক্তি হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫৭১০ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৪৫০০ জন ও পরিবার কল্যাণ সহকারী ২৩,৫০০ জন বছরের পর বছর মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন।তাদের ভাষ্য— “আমরা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিই, ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করি। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকাদান, কমিউনিটি ক্লিনিক সেবা—সবই আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে করে থাকি।তারা আরও অভিযোগ করেন, ২৬ বছর ধরে দাবি
জানালেও নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনের কাজ এখনও অসম্পূর্ণ। অধিদপ্তর, প্রশাসনিক মন্ত্রণালয় ও জনকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে ফাইল ঘুরছে বছরের পর বছর, কিন্তু কার্যকর সিদ্ধান্ত আসছে না।”নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘসূত্রতা ও সেবাদাতাদের প্রতি অবহেলার কারণেই আমরা সংবাদ সম্মেলন ও কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। দ্রুত নিয়োগবিধি প্রণয়ন ছাড়া এই আন্দোলন থামবে না।”কর্মবিরতির কারণে শ্রীপুর এলাকায় পরিবার পরিকল্পনা–সংশ্লিষ্ট মাঠপর্যায়ের সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে