সাকিল আল ফারুকী
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ দেশের সকল নাগরিকের উদ্দেশে আবেগঘন এক আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশ–বিদেশের সকল ধর্মের মানুষের প্রতি তিনি দোয়া করার অনুরোধ জানান।
বহু মত–বিভিন্নতার দেশ, কিন্তু প্রার্থনায় একসূত্রে বাঁধা,বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বহুধর্মীয় জনগোষ্ঠীর মিলিত আবাস। রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিকতার জায়গায় সবাই একত্রে দাঁড়ায়—এই মূল্যবোধের প্রতিফলনই দেখা যায় রাশেদুল ইসলাম কিরণের আহ্বানে। তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতায় দেশবাসীর আনন্দ, আর অসুস্থতায় সমগ্র জাতির উৎকণ্ঠা।
মানবিক আবেদনে কিরণ জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশজুড়ে মসজিদ-মন্দির-গির্জা ও প্যাগোডায় চলছে দোয়া ও প্রার্থনা।
তিনি আরও বলেন,বেগম জিয়া সুস্থ হয়ে আবারও জাতিকে নেতৃত্ব দেবেন—এ আশায় আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি।
গাজীপুর মহানগর ও টঙ্গী অঞ্চলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। তরুণ কর্মীরা পোস্টার, ব্যানার ও অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন,জাতীয় সংকট বা মানবিক ইস্যুতে বিভিন্ন ধর্মের মানুষের একতার অনন্য উদাহরণ বারবার দেখিয়েছে বাংলাদেশ। কিরণের মতে, বেগম জিয়ার সুস্থতা নিয়ে আজ এই ঐক্যের আরও একবার পরীক্ষা হচ্ছে। তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন
ধর্ম, দল বা মত নির্বিশেষে আমরা সবাই মানুষের জন্য দোয়া করি। দেশের মঙ্গল ও গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত প্রয়োজন।রাশেদুল ইসলাম কিরণের এই আবেদন শুধু একজন নেত্রীর সুস্থতা কামনা নয়—এটি জাতির জন্য এক মানবিক ডাক, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমগ্র দেশের মানুষকে এক সুতায় বেঁধে দেয়ার আহ্বান।