সাকিল আল ফারুকী

টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) আয়োজিত “প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

শনিবার বিকেলে টঙ্গীর স্থানীয় মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজন, ব্যান্ডবাজনা ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে ও আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক বশির উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতা, ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের সুস্থ প্রতিযোগিতা ও ক্রীড়া চেতনা আরও জোরদার করবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও টঙ্গীর ক্রীড়াঙ্গনে এ টুর্নামেন্ট নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসুক দর্শকদের ঢল। বিভিন্ন ওয়ার্ড ও এলাকার দল নিয়ে টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে কয়েক দিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। বিজয়ী দলকে দেওয়া হবে আকর্ষণীয় ট্রফি ও বিশেষ পুরস্কার।সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ক্রীড়ার প্রসারকে কেন্দ্র করে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক কমিটি।