সাকিল আল ফারুকী 

টঙ্গীতে লায়ন্স ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এবং ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটির চেয়ারম্যান ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা শিবির–২০২৫।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা গ্রহণে ভিড় জমায় এলাকার হাজারো মানুষ।

শিবিরে নারী-পুরুষ নির্বিশেষে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু পরীক্ষা প্রদান করেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় চক্ষু রোগীদের সেবায়। ছানির রোগী শনাক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশন, লেন্স প্রতিস্থাপন এবং অপারেশনের পর খাবার ও কালো চশমা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়,যা নিম্ন আয়ের মানুষের কাছে বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

চিকিৎসা শিবির পরিচালনায় সহযোগিতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা ডাঃ নাজনিন আহমেদ শায়লা, জনস্বাস্থ্য কেন্দ্রের সাবেক জয়েন্ট সেক্রেটারি ও সাবেক স্বাস্থ্য সচিব ড. এ.টি.এম. মোস্তফা কামাল, জনস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ ইকবাল হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক ও প্রভাষক রফিকুল ইসলাম।

অনুষ্ঠান সম্পর্কে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার মৌলিক অংশ। অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা সর্বদা আন্তরিক। অনেক ব্যয়বহুল সেবা—যেমন ছানির অপারেশন, লেন্স প্রতিস্থাপন—আজ সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষ। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।

স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেঞ্জির রহমান খান পিন্টু, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু, যুবদল নেতা সাঈদ বিন রিগানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টঙ্গীতে আয়োজিত এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা শিবিরকে স্থানীয়রা একটি বড় মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। বিশেষ করে ছানির অপারেশন ও চক্ষু সেবার ব্যবস্থাকে আশীর্বাদ হিসেবে মনে করছেন সাধারণ মানুষ।