কবিতা ভালোবাসার চোখে হিংস্রতা
কলমে সাকিল আহমেদ সুমন
তোমার বিপদের কথা শুনে,আমি ছুটে গিয়েছি অন্ধ পথে,
ভেবেছিলাম তুমি ডুবছো কোথাও,নিঃশব্দ আর্তনাদে।
কিন্তু যা দেখলাম
সব আয়োজন আমাকে ঘিরে,হাওয়ার দোলায় দুলছে ফাঁদ,
চেনা মানুষের মুখে অচেনা ছায়া।
আমি শুধু দেখতে চাই,আমার চোখে চোখ রেখে তুমিকতটা হিংস্র হতে পারো
ভালোবাসা কি সত্যিই দাঁত-মুখ বের করে আসে,নাকি ভয়ের ছদ্মবেশে লুকিয়ে থাকে।
বিপদ তোমার আমার,দুজনারই বুকের ভিতর জমে থাকা
অঘোষিত যুদ্ধের শব্দ,যেখানে তুমি ঘাতকও নও,
আমি ভিকটিমও নই,আমরা শুধু দু’জন মানুষ,
নিজেদের ভিতরের পশুকে চিনে ফেলার মুহূর্তে
কাঁপতে থাকা।