সাকিল আল ফারুকী

সম্প্রীতি, ঐতিহ্য ও বিজয়ের আনন্দে মুখরিত পার্কমহান বিজয় দিবসের গৌরবময় তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে সামাজিক সম্প্রীতি ও বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির মিলনমেলায় রূপ নেয় উত্তরা সেক্টর–৬ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত শীতকালীন “বিজয়ের পিঠা উৎসব”।

১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে উত্তরা ৬ নম্বর সেক্টর পার্কে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনে সেক্টরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন ঘরোয়া, শৃঙ্খলাবদ্ধ ও আনন্দঘন উৎসবে সেক্টরবাসীর মধ্যে তৈরি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

শীতের আমেজে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতইসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠার ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের প্রাণচাঞ্চল্য আর প্রবীণদের স্মৃতিচারণায় পার্কজুড়ে তৈরি হয় এক অনন্য মিলনমেলা।

এই পিঠা উৎসব বাস্তবায়নে আর্থিক ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উত্তরা সেক্টর–৬ ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এম. আনোয়ারুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, এমরান আলী খান, ডা. রোকন, ডা. জুয়েল, মো. ফারুল ইসলামসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত সোসাইটির সদস্য ও সেক্টরবাসীরা বলেন,এ ধরনের সামাজিক ও মানবিক আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

বক্তারা ভবিষ্যতেও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও সামাজিক উপলক্ষে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সবশেষে বিজয়ের চেতনা, ঐতিহ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে আনন্দঘন পরিবেশে বিজয়ের পিঠা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।