তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি ।

​নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
​শনিবার (২০ ডিসেম্বর) নরসিংদী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত একরামুল ইসলাম নরসিংদী জেলা যুবলীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
​অভিযানের বিস্তারিত
​নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এবং পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা এবং পরবর্তী সময়ে নাশকতা পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশের বক্তব্য

​নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর পর থেকে অপরাধীদের গ্রেফতারে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। একরামুল ইসলাম ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
​এদিকে, একরামুল ইসলামের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলার অন্যান্য নাশকতাকারীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।