নিজস্ব প্রতিবেদক 

ঢাকা থেকে সম্পাদিত জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বার্তা বন্ধন২৪ আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন আঙ্গিকে। “মুহূর্তেই সত্য তথ্যের আত্মপ্রকাশ”—এই শ্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল অনলাইন গণমাধ্যমটি।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও নির্ভীক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে বার্তা বন্ধন২৪। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের কারণে বিভিন্ন মহলে প্রশংসার পাশাপাশি একাধিকবার হুমকি ও চাপের মুখেও পড়তে হয় প্রতিষ্ঠানটিকে।

একপর্যায়ে প্রতিকূল পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অনলাইন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় বার্তা বন্ধন২৪। তবে সত্য প্রকাশের অঙ্গীকার থেকে সরে আসেনি সংশ্লিষ্টরা।

দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আরও আধুনিক, শক্তিশালী ও সুসংগঠিত কাঠামো নিয়ে পুনরায় সংবাদযাত্রায় ফিরছে জনপ্রিয় এই অনলাইন সংবাদমাধ্যম। নতুন যাত্রায় পাঠকের চাহিদা ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা, নৈতিকতা ও তথ্যের বিশ্বাসযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

গণমাধ্যম অঙ্গনে বার্তা বন্ধন২৪-এর পুনরাগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করছেন, নতুন যাত্রায় গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে এই অনলাইন মাধ্যমটি।