হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। লক্ষ্য একটাই, পুরো ফিট হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে ফেরা। এই সময়েই ফুটবলপ্রেমীদের জন্য চমকপ্রদ এক মন্তব্য করেছেন তিনি।

বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে তিনি কাকে দেখেন।
এমন প্রশ্নে চমকপ্রদভাবে, তার পছন্দে জায়গা পাননি ব্রাজিল জাতীয় দলের কেউ কিংবা বার্সেলোনার কোনো তারকা। তিনি বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তুর্কি ফুটবলার আর্দা গুলেরকে।
সম্প্রতি তুরস্কের নারী ফুটবলার ও ইনফ্লুয়েন্সার আইজান ইয়ানাচের সঙ্গে এক আলাপে নেইমার বলেন,
‘গুলের অসাধারণ একজন খেলোয়াড়। তার মধ্যে দারুণ কোয়ালিটি আছে।
আমার মতে, এই মুহূর্তে সে-ই বিশ্বের সেরা মিডফিল্ডার।’

নেইমারের এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই ফুটবলবিশ্বে আলোচনা তৈরি হয়েছে। কারণ গুলেরের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও, ‘বিশ্বসেরা মিডফিল্ডার’ আলোচনায় সাধারণত তার নাম সবার আগে আসে না।

তবে রিয়ালে গুলেরের সাম্প্রতিক পারফরম্যান্স তার প্রতি এই প্রশংসাকে আরো জোরালো করছে।
২০২৩ সালের গ্রীষ্মে ফেনেরবাচে থেকে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি। সে মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির অধীনে মাত্র ১২ ম্যাচে মাঠে নামার সুযোগ পান।