1. admin@nagorikchitra.com : admin :
August 26, 2025, 6:30 pm
শিরোনামঃ
হত্যা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন উৎসবমুখর পরিবেশে সিলেটের জাফলংয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত DocTime এবং Green Dot Ltd. -এর মধ্যে পার্টনারশিপ চুক্তি জ্ঞানচর্চা ও জনকল্যাণে নিবেদিত মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন, নতুন পথচলায় “দৈনিক নাগরিক চিত্র” সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, নতুন পথচলায় “দৈনিক নাগরিক চিত্র” শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭ উপজেলা ভোট কাল : সকল প্রস্তুতি সম্পন্ন ডুমুরিয়ায় ঘোড়া’র সঙ্গে আনারস’র লড়াই

জ্ঞানচর্চা ও জনকল্যাণে নিবেদিত মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর

Reporter Name
  • Update Time : Tuesday, July 15, 2025,

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার গর্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে “প্রফেশনাল মাস্টার্স” ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল.বি ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেন।

মোঃ জহিরুল ইসলাম মাতাব্বরের শিক্ষাজীবনের শুরু হয় নিজ গ্রামের ৫৬ নং ইকর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর দাখিল সম্পন্ন করেন গৈড্যা এম.এস ফাজিল মাদ্রাসা থেকে, আলিম পাশ করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী শাখা) থেকে এবং ফাজিল (বি.এ) ডিগ্রি অর্জন করেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে।

পরে তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এস.এস (অনার্স) ও এম.এস.এস (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল (হাদিস) এম.এ সম্পন্ন করেন।

শুধু একাডেমিক শিক্ষাতেই নয়, বরং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ২০১৩ সাল থেকে রূপনগর ইউথ ক্লাব, সবুজ বাংলা ইউথ ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

বর্তমানে তিনি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান Nihon-Bangla Language Institute (NBLI)-এর প্রিন্সিপাল এবং কৃষিবীদ Group of Company Ltd. এর অধীনে Glorious Education-এ জাপানি ভাষার শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানে জাপানি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুধু শিক্ষা ও সমাজসেবাই নয়, ব্যাংকিং খাতেও তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রথম এজেন্ট ব্যাংকিং শাখা (সাভার, বিরুলিয়া, আকরান বাজার)–এ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর শরীয়তপুর জেলার নারায়ণপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইকর কান্দি গ্রামের মাতাব্বর পরিবারের সন্তান। তিনি সাবেক নারায়নপুর ইউপি চেয়ারম্যান জনাব সিরাজুল হক মাতাব্বর এবং মাতা রাবেয়া বেগমের সপ্তম সন্তান।

তাঁর বড় ভাই মোঃ রফিকুল ইসলাম মাতাব্বর সমাজকর্ম বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে জেনারেল ম্যানেজার (জি.এম) পদে কর্মরত। অপর ভাই মোঃ মুশফিকুর রহমান (মাজাহার) একজন হাফেজ এবং ডাবল কামিল পাশ করে বর্তমানে নারায়ণপুর ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর স্ত্রী মারিয়া তাবাসসুম তথ্য মন্ত্রণালয়ে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। তাঁদের একমাত্র পুত্র আব্দুল কাদির জিলানী (তাহমিদ)। ভ্রমণপ্রিয় এই গুণী ব্যক্তি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ বহু দেশে সফর করেছেন।

জহিরুল ইসলাম মাতাব্বর প্রতিষ্ঠা করেছেন নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনহিতকর সংগঠন, যা এলাকার এম্বুলেন্স সেবা, মানবিক সহায়তা, সচেতনতামূলক কার্যক্রমসহ নানা উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে। তাঁর পরিবারের পৈত্রিক জমিতে নির্মাণাধীন একটি বৃহৎ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাও এ উদ্যোগেরই অংশ।

তিনি বলেন—“লক্ষ্য ও একাগ্রতা থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। আমি সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT