
মোঃরাসেল মোল্লা রূপগঞ্জ,নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্প মিশ্র মৎস্যচাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯শে নভেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পরিচালক নওশের আলী।প্রশিক্ষণে কার্প মিশ্র মৎস্যচাষের আধুনিক কৌশল, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য ও রোগ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন এবং তাঁদের সমস্যাবলি তুলে ধরেন।এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুমন মিয়া।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ তাঁদের বাস্তব চাষাবাদে আরও সাফল্য পেতে সহায়তা করবে।