1. admin@nagorikchitra.com : admin :
January 15, 2026, 11:37 am

থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026,

থাইল্যান্ডে আবারও ক্রেন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দেশটিতে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে দুইটি গাড়ি চাপা দেয়। এতে অন্তত দুইজন নিহত হন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
এই দুর্ঘটনার একদিন আগেই থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ার ঘটনা ঘটে। সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে রাজধানী ব্যাংককের কাছের সামুত সাখোন প্রদেশে।

স্থানীয় পুলিশ সুপার কর্নেল সিত্থিপর্ন কাসির বরাতে জানা যায়, একটি উড়াল সড়ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে নিচের সড়কের ওপর পড়ে যায় এবং দুটি গাড়িকে চাপা দেয়। স্থানীয় থানার আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
থাইল্যান্ডে নির্মাণকাজে জড়িত একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগের দিন বুধবার উত্তর–পূর্বাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে একটি উড়াল দ্রুতগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়।

ওই ট্রেন দুর্ঘটনায় ৩২ জন নিহত হন এবং ট্রেনে থাকা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬৬ জন আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুইটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT