ঢাকা | নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গঠিত জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও জনতা ব্যাংক পিএলসি’র পরিচালক মোঃ ওবায়েদুল হক।
গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে জিয়া পরিষদের প্রধান কার্যালয়, ২৮/১ নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে আহ্বায়ক করা হয়েছে প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর ড. মো. এমতাজ হোসেনকে।
নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে মোঃ ওবায়েদুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচন সংশ্লিষ্ট সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, মোঃ ওবায়েদুল হক বর্তমানে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বর্তমানে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি’র পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ওবায়েদুল হক সততা, বিনয় ও পেশাদারিত্বের জন্য পরিচিত। তাঁর এই মনোনয়নে দৌলতখানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় জিয়া পরিষদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।