স্বপন মিয়া :
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর ‘মা টাওয়ার’ ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশতাধিক শ্রমিক। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কর্মরত অবস্থায় একে একে শ্রমিকরা অসুস্থ বোধ করলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্যমতে, শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট ও দুর্বলতার উপসর্গ দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ শ্রমিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কারখানার ভেতরে অতিরিক্ত গরম, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং দীর্ঘক্ষণ একটানা কাজ করার কারণে এই অসুস্থতার ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে সাধারণ ছুটি ঘোষণা করে এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়। শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন