চট্টগ্রামের ডিসি পার্কে থাকা বাহারী ফুল দেখে দৃষ্টি সরিয়ে নেয়া ও যেনো দায়।
দৃষ্টি যতোদূর যায় শুধু ফুল আর ফুল। এ যেনো মনমাতানো সাগরপাড়ে ফুলের রাজ্য দেখে মনে হওয়ার কথা- এ’টি ফুল পরীর দেশের দৃশ্য। এ দৃশ্য চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কের। সাগরপাড়ে ঘন কেওড়া বনের পাশে বসেছে ১৪০ প্রজাতির লাখো ফুলের মেলা। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে মাসব্যাপী এই মেলা শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এই ফুল উৎসবের মাতোয়ারা উপভোগ করতে দূরদূরান্ত ছুটে আসছেন হাজারো দর্শনার্থী।
উৎসবে শুধু ফুল নয়, রয়েছে শিশুদের নানা: ধরনের রাইডিং, কিডস জোন, দৃষ্টিনন্দন রেস্তোরাঁ, পানিতে বাঁশের তৈরি ভাসমান সেতু। এবার এখানে জায়ান্ট ফ্লাওয়ার, ট্রি হাউজ, ট্রিপল হার্ট শেলফ, ট্রেন, বক, ময়ুর সহ বিভিন্ন নান্দনিক স্থাপনা তৈরি ও করা হয়েছে। দেশী-বিদেশি লাখো ফুলের সমাগম ঘটেছে এবার এখানে। শতো শতো মানুষ সেখানে ফুলকে সঙ্গী বানিয়ে ছবি তুলতে মহা ব্যস্ত হয়ে থাকতে দেখা যায়।