1. admin@nagorikchitra.com : admin :
January 15, 2026, 8:15 am

বিপিএলের প্লে-অফে উঠতে ৩ দলের সামনে যে সমীকরণ

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026,

তিনটি পর্বে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হওয়ার কথা থাকলেও, সিলেটের পর ঢাকা পর্ব দিয়ে টুর্নামেন্টটি শেষ হতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) থেকে মিরপুর শের-ই বাংলায় বিপিএলের বাকি ম্যাচগুলো সম্পন্ন হওয়ার কথা, তবে বিপত্তি বেঁধেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যে। ক্রিকেটারদের বেতন নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্রিকেটাররা খেলা বয়কটের হুমকি দিয়েছেন।
সূচি অনুযায়ী– আজ দুপুর ১টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের জন্য প্রথম ম্যাচের আগপর্যন্ত সময় বেঁধে দিয়েছে। যা না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকি দিয়েছে তারা। এক্ষেত্রে কিছুটা সময় চেয়েছে বিসিবি। বিপিএল মাঠে গড়ালে শুরু হবে প্লে-অফে ওঠার সমীকরণ।

এখন পর্যন্ত চলমান দ্বাদশ আসরের প্লে-অফ নিশ্চিত করেছে তিন দল। বাকি তিন দল প্লে-অফের অবশিষ্ট একটি জায়গা পূরণে লড়বে। সেরা চারে খেলা নিশ্চিত হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। এখন তাদের সামনে শীর্ষ দুইয়ে অবস্থানের সমীকরণ রয়েছে। এক ও দুই নম্বর দল খেলবে কোয়ালিফায়ার্স, সেখানে জিতলেই উঠে যাবে ফাইনালে। হারলে থাকছে দ্বিতীয় সুযোগ।
অন্যদিকে, পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচ। ওই লড়াইয়ে হারলে বিদায় এবং জিতলে ফাইনালে ওঠার লক্ষ্যে কোয়ালিফায়ার্সে বিজয়ী দলের মুখোমুখি হতে হবে। ফলে ইতোমধ্যে তিন দল প্লে-অফে জায়গা পেলেও শীর্ষ দুইয়ে থাকার সমীকরণ মেলাতে চাইবে। এ ছাড়া রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের লক্ষ্য অন্তত চতুর্থ দল হিসেবে হলেও প্লে-অফ নিশ্চিত করা। এক্ষেত্রে এগিয়ে আছে রংপুর।

এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে বিপিএলের টেবিলে চতুর্থ অবস্থান রংপুরের। বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই হবে। আবার, দুটিতেই হারলে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে। সমান ম্যাচ খেলে সমান ৪টি করে পয়েন্ট ঢাকা ও নোয়াখালীর। তারা টুর্নামেন্টে টিকে আছে যদি-কিন্তুর হিসাবে। উভয় দলের জন্যই প্লে-অফে উঠতে একই সমীকরণ। শেষ দুই ম্যাচে শুধু জিতলেই চলবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে।
এদিকে, সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন রাজশাহী। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম। তারা শীর্ষ দুইয়ে থাকতে হলে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই চলবে। তাহলে সরাসরি খেলবে প্রথম কোয়ালিফায়ার। অথচ সমান ১০ পয়েন্ট নিয়ে তিনে থাকা সিলেটের জন্য প্রথম কোয়ালিফায়ারের সমীকরণ ভিন্ন। কারণ তাদের আর মাত্র এক ম্যাচ বাকি। শীর্ষ দুইয়ে থাকতে হলে ওই ম্যাচে জিততেই হবে। নয়তো এলিমিনেটরে খেলার সম্ভাবনাই বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT